শরৎ-টান
তপন মাইতি

শরৎ-টানে ওখানে আবার যাব
শিউলি আর কাশবনের কাছে
গন্ধ নেব, সৌন্দর্যের মুগ্ধ হব
কুমারী ধানের সবুজ জুড়াব।
পেঁজা তুলোর মেঘ হাসনুহানা
স্নিগ্ধা শিশির ভোরে মন ভেজাব
পদ্ম শালুক ভরা দিঘী দেখলে
আগমনী সুর বেজে ওঠে মনে।
আমাকে আবার ফিরে যেতে হবে
পুজো পুজো গন্ধের জন্য শরতে
ভালোলাগা প্রেম-ভালবাসা ডাকে
শান্ত হয়ে শান্ত নদীকে শুনব।

আমি ওখানে আবার ফিরে যাব
আমার শরত-জ্বর স্মৃতি পাব।