রাতের ছোঁওয়া
তপন মাইতি
ঘুটঘুটে রাত ফর্সা হাতে
দিনের মত ছবি
ভালবাসার কাঙাল পাখি
ছোঁয়াচে রাত কবি...
কবি হওয়া দূরহ কাজ
সবাই কী আর কবি
ভালবাসায় সব হয় নাকি
চেষ্টা করলে হবি...
রাতের জ্যোৎস্না ভাবায় অনেক
সামনে অন্ধকার রাত
বদ্ধদ্বার খুলতে হয় টৌকায়
অন্ধ প্রেম সেদ্ধ ভাত।
রাত বিরেতে বাবার কাশি
মায়ের কপালে হাত
বেকার জীবন হদ্য বেগার
সাম্যবাদী কী বাদ?
মিহিন জ্যোৎস্না বাউল গানে
ভাটিয়ালি নদী
আলতো স্পর্শ রাতের ছোঁয়া
পার করে দাও যদি...