পুরুষ মানুষের প্রেম
তপন মাইতি
কতটুকু জানো তুমি কতটুকু বোঝো?
বন্যপ্রেম পরকিয়া থাক্ মন দিয়ে মন খোঁজো।
পুরুষের চোখে মানায় না জল তোমার চোখে জল?
ভালবাসতে ওরাও জানে তুমি করলে ছল!
তুমি শুধু দোষ দিয়ে যাও ওদের খারাপ বলো
পুরুষের প্রেম এত সহজ?শুকায় বুকে জলও...
পুরুষ মানে দরদ মানুষ পৌরুষ মানে গরম
পুরুষ মানে প্রেমের পথিক সুনিবিড় মন নরম।
প্রেম চেয়েছে পায়নি প্রেম তবুও ভালবাসে
ফুল চেয়েছে পায়নি ফুল তবুও ছুটে আসে।
ছেলে মানুষের প্রেম উড়ে কিশোর বেলার ফানুস
নারী-পুরুষ নেই ভেদাভেদ আসল হল মানুষ।
বলতে গেলে শেষ হবে না পুরুষ মানুষের প্রেম
চিনতে গিয়ে আটকে গেছে বাঁধিয়ে রাখা ফ্রেম।
এইখানে ঘর বেঁধেছে নারী পুরুষ একসাথে
এইখানেতে বোঝাপড়া আলু সেদ্ধ ভাতে।
এইখানে হারিয়ে যাওয়া আবার ফিরে আসা
এইখানেতে ভুলতে গিয়ে নিবিড় ভালবাসা।
পুরুষ নারী আলো ছায়া সোঁদা গন্ধ মাখে
দেহের বাঁশি বাজলে পরে সৃষ্টি কৃষ্টি রাখে।