পুজো
তপন মাইতি

একটু একটু করে জমিয়ে রাখছি পকেট
ট্যাঁকে তেমন জোর নেই
এদিক ওদিক তেমন কোন কাজ নেই যে
উঠতি পাওনা পেয়ে যাব!
ভার্সিটি পাশ এখন খুলে বসেছে চপ দোকান
সুতরাং বাঁচিয়ে চলতে চলতে একটা বছর বিরহে ঘুরে এল!
নাকের ডগায় এখন পুজো পুজো গন্ধ...
তুমি যতবার আমাকে বলেছ বাড়ি আসবে
ততবার নিবিড় গহীন সাগর কেঁপে উঠেছে
আমিও তত মনের জোর বাড়িয়ে ঝরিয়ে গেছি ঘাম
কষ্ট দুঃখগুলো শিউলির মত ঝরে গেছে ভোরের প্রথম হাওয়ায়
আর একটু একটু করে হাসনুহানার বুকে জমে উঠছে পুজোর খুশি।