প্রিয় মা
তপন মাইতি

অভাব ঘরে যখন এলে
দুঃখ কষ্ট ভীষণ পেলে।
অল্প বয়স বুঝলে কত
হাড়-হাভাতের সহ্য শত!
বড় হলে অভাব যাবে
ভালবাসার জীবন পাবে।
আশায় আছে হৃদয় তোমার
জীবন যেন অন্ধ হোমার।
বুকের দুগ্ধ মুখের খাবার
তাড়াতাড়ি ছিল যাবার?
দুষ্টুমিতে শাসন করতে
গামছা কাপড় একটা পরতে।
মায়া ছবি স্মৃতি ভাসে
মততা মা যেন আসে।
বড় হলে অভাব যাবে
ভালবাসার জীবন পাবে।
অটুট মায়ের ভালবাসা
চাঁদের স্নেহ করে আশা।
কড়া গলায় বলতেন জোরে
পড়ার জন্য ডাকতেন ভোরে।
ভুবন দেখা মানুষ হওয়া
জীবন নায়ে নৌকা বওয়া।
তোমার কোলে জন্মে ধন্য
আদি শিক্ষক হলে গণ্য।