প্রিয় বাবা
তপন মাইতি

হাড়ভাঙা খাটুনি খেটে দিন মজুরি নিয়ে
বুক পাঁজরের ব্যাথা সামলায় নিজের ঘরে গিয়ে।

যা চেয়েছি তাই দিয়েছে ব্যর্থ হলে নরম
প্রিয় বাবা মানুষ করতে দুখ পেয়েছে চরম।

তোমার কথা মনে আছে সংসার কেমন চালাও
মধ্যবিত্ত জীবন নিয়ে বাঁচার আশা জ্বালাও।

প্রিয় বাবা ছেলের কাছে যেন মাথার ছাতা
তুমি হীনে বেঁচে থাকা বৃথা জীবন পাতা।

বাবা তুমি অধম ছেলের শ্রদ্ধা সম্মান নিও
এই অচেনা দুনিয়া একটু চিনিয়ে দিও।

বাইরে কঠিন ভেতর নরম আপনাকে বোঝা দায়
বাবার পুন্নি ছেলের জয় এই আশীর্বাদ যেন পায়।

সংসার বোঝা বইলে কেমন তোমায় দেখে শিখি
পিতৃভিটা মাতৃভূমি মাতৃভাষা লিখি।

প্রিয় বাবা সেবা শুশ্রুষা ত্রুটি হবে না
কথা দাও তুমি বৃদ্ধাশ্রমে তুমি রবে না।

প্রিয় বাবা ভুলটা হলে তুমি শুধরে দিও
ছেলের কাছে বাবা নায়ক বাস্তবে খুব প্রিয়।