নদী ঘাটে
তপন মাইতি
নদী ঘাটে গালে হাত দিয়ে বসে
কি ভাবো এত একা বিকেল বেলা?
মন দিয়েছ প্রেমে পড়েছো কার?
কার কথায় মন ভুলেছে সানি?
এই সময়ে যদিবা দেখা হয়
তোমার সাথে প্রেমেই পড়তাম
নিঝুম রাতে জোছনা দেখাতাম
নদীর হাওয়া করত কানাকানি।
এই ঘাটেতে কার আসার কথা?
কোনো বাক্য ব্যয় করছ না কেন?
এত একা থাকে কেউ কোন্ জনা?
কাকে হারিয়েছ বলবে না জানি...
নদী ঘাটে ঘাটের কথা বলে না
বলে বলবে না?তাই তুমি চুপ?
নদী ঘাটে স্মৃতি আছে দুঃখী প্রেমে
স্মরণ কর তুমি স্বপ্নের বাণী?
বসে থেকো ততদিন নদী ঘাটে
নদী দেখো ঘাটে লোকজন দেখো
ভুলে যাও দুঃখের পাহাড় কষ্ট
রেখে যেও হৃদয়ের স্বস্তি খানি।
পেলাম দিলাম এইগুলো রেখে
বুকের ভেতর পাখি পোষা আছে
ঘুমের ভেতর নদী জাগরণ
ঘাটে পাওয়া প্রথম ফুলদানি।