মেঘ রোদ বৃষ্টি
          তপন মাইতি

মেঘ রোদ একে অপরকে ভালবাসে
রোদের অঢেল যোগ্যতা বিষয় আশা
আশ্রয় সম্পত্তি প্রাচুর্যেরই দরুণ;
অতি নগন্যই ভাবলে ভাবতে পার
তুমি;কিন্তু বলতে অস্বীকার যাব না...
রোদ ও সত্যি সত্যি মেঘকে ভালবাসে।
আর এই রোদের জন্যে মেঘের সৃষ্টি;
মেঘ তা অকপটে স্বীকার করে মুখে।
মেঘ দেখল রোদকে...সবদিক থেকে...
ভালো বলে প্রশংসায় পঞ্চমুখ সব
রোদকে সকলে ভালবেসে কাছে চায়।
রোদ ও উদার প্রকৃতি,কারোর কথা...
ফেলতে পারে না সে।একদিন রোদকে-
নিজের করে পাওয়ার জন্যেই ঢেকে
দিল সুজ্জিটাকে।সে কী ভয়ংকর কালো...
কি আশ্চর্য অপরূপ অন্ধকার রূপ!
সেদিন মেঘ অভিমানে মেঘমল্লার বাজালো;
কেশর ফোলাতে ফোলাতে যেন
হয়েই গেল এলোকেশী কালবৈশাখী!
তারপর খরা-খরা,মাটি হল নীল!
পৃথিবীর আদি প্রেমিকের ঝরে পরে শুধু মেহনত ঘাম!
না থাকতে পেরে
মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ল।রোদের- স্বভাব কিন্তু গেল না।
মেঘকে সরিয়ে
সারা জগতকে ঢেলে দিল সোনা রোদ।
মেঘ দুঃখের বৃষ্টি হয়ে ঝরে পড়ল
নীল পৃথিবীতে;
তীব্র মুসলধারের বৃষ্টিতে মানব জমি হল চাষযোগ্যা।
মেঘ ও দেখালো সেও কোনো অংশে কমতি নেই;
সেও রোদের মত ভালবাসতে জানে

                                                         উজার হয়ে সকলকে ভালবাসতে।