মেঘ
তপন মাইতি

মেঘকে বরাবর দুঃখ বলেই ভাবতাম
মেঘ করলেই মন খারাপ করত খুব
আসলে রোদ্দুর এই জীবনে আগুন ছাড়া
ভালবাসা সোহাগ যে দেখায়নি কখনও...
ভাবছ একচোখে বিচার করে না কখনো
রোদ্দুরের নামে কেন শুধু শুধু নিন্দা কর?
মানো আর না মানো মেঘ করলে কষ্ট হত
খুব; সে কখনো স্বস্তির ছায়া হয়ে আসেনি!
তুমি বলবে মেঘ আবার কি দোষ করল...
আমি বলব মেঘ রোদের কোন দোষ নেই
দোষটি হল এক জীবনে যা যা ঘটে যাচ্ছে
মেঘ আর আগুন রোদের সাথে মিলে যাচ্ছে।

জানো তো পৃথিবীতে প্রতিলিপি দুটো মানুষ
একই ঘরে থাকা কত অস্বস্তি আর কষ্ট...