মরুযাত্রী
  তপন মাইতি

যত সম্ভব আমি এখানে নতুন
বামদিকে পা বাড়ালে একদম সোজা রাস্তা
ডানদিকে কি আছে এতসব প্রশ্ন করিও না তুলিও না
মাঝখানের গলিতে থাকতে পারে গোলক ধাঁধা
মরুদ্যান কিংবা কোন শহরের জংশন
সন্ধ্যা হলে পাখির মত ছেলে মেয়েরা ফিরে আসে বাড়ি
আমার দ্বারা এতকিছু বলা সম্ভব নয়
তবে পথে চলতে চলতে আমার কথা কাউকে জিজ্ঞেস করিও
হয়তো তিনি বললে বলতে পারেন গোবি মরুভূমি....

যত সম্ভব আমি এখানে নতুন মুখ
যে পথ দিয়ে এসেছি সেইপথ দিয়ে চলে যাব
বর্তমানের ওপর বিশ্বাস রেখে
ভেবেছি কাটিয়ে দেব একা
মনে রাখবেন সকলের মন তো সমান নয়
তুমি প্রত্যাশা করতে পার
ঠিক সময়ে ঠিক ঠিক কথা
আসলে ওই দিগন্তটি পেরোলে হয়তো
একফোঁটা জল পাওয়ার আশা কর

যত সম্ভব এখানে আমি নতুন
মরীচীকাকে মরুযাত্রীর এমনটাই মনে হয়।