মানুষের জন্য
তপন মাইতি
একটা ফুলের কথা ভাবতে ভাবতে
একটি মেয়ে হয়ে গেল নারী
একটি ছেলে হয়ে গেল পুরুষ
এতকাল প্রেম মানে দুঃখ বলেই জানত তারা।
সব কিছু জেনেও তারা একদিন ভালবাসল।
অথচ আর একটু ভালবাসলে,
জলের মতো পরিষ্কার হয়ে যেত
গাছেদের ও একটা ফাগুন আছে।
তারা নিজেদের সুবিধার্থে একে অপরকে
পড়তে বুঝতে শুনতে জানতে
একদিন ভীষণ একা হয়ে গেল
বুঝল শেখার কোন শেষ নেই ...
একদিন চাঁদের দিকে মুখ ফিরে দেখে
আমরা বেঁচে আছি
একই দেওয়ালে দুপাশে দুই কুটুরির মতো
একে অপরের ছাড়া চলে না
মানুষ কী জেনেও জানবে না কখনও?