লোকটা
তপন মাইতি

একবুক আমফান নিয়ে লোকটা শহরে এল
ফ্ল্যাটের আলোর মত এখানকার লোকজন
শুধু গল্পই শুনে গেল
ইয়াশের গল্পটা তার কখনোই বলা হল না!

এই নগরে আলো নেভে না ঠিকই
একদিন অন্ধকার একটা গল্প টেনে নিয়ে গেল তাকে
যে নাটকের শেষে আর কোন নাটক থাকে না
অথচ সব গাছেরা সব শেকড়ের গল্প জানে

সেই জলন্ত নাটকের গল্প হয়ে গেল লোকটা।