খুকু
তপন মাইতি

ফোনে খুকু দুপুর বেলা একা বসে ঘরে
বন্ধু খোঁজে ভার্চুয়ালে খাওয়া দাওয়া পরে
সামনে বইটা খুলে
এমন করে ভীষণ পড়ে মাঝে মধ্যে দুলে।

ছবি আঁকে সাঁতার কাটে টিউশন যায় মোড়ে
ডাইরি লেখে গানের জন্য ওঠে ভীষণ ভোরে
পড়া ফেলে ফোনে
কিছু একটা হতে হবে এই স্বপ্নটা মনে।

সফল হতে গেলে করতে হবে কঠোর কসরত
ঘুমের মধ্যে দ্যাখে খুকু উড়ন্ত ঐরাবত
খুকুর হৃদয় ভালো
মনটা দিয়ে পড়লে খুকু জ্বালবে বিশ্ব আলো।