হাওয়াই মিঠাই
             তপন মাইতি

নিলামবাবু ফেরিয়ালা
সকাল সকাল হাঁকে
হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই
কাকে দেব কাকে...?

স্বাদে মিষ্টি খেতে মজা
মুখে দিলেই হাওয়া
কাঠির ডগায় সাদাটে মেঘ
গোলাপী মেঘ পাওয়া।

শুকনো কাঠি চুঁষতে চুঁষতে
ভাবের ঘরে বেলা
কষ্টের কথা বলতে গেলে
পেতে হবে ঠেলা।

আজকাল যেন দেখাই যায় না
কেঁদে ওঠে যিশু
হাসি খুশি শৈশব এখন
ব্যস্ত মোবাইল শিশু।

হরেক ভাষায় হরেক নামে
ভিন্ন নামে ডাকুক
হাওয়াই মিঠাই সবার কাছে
প্রিয় হয়ে থাকুক।