ফেরাফেরি প্রেম
তপন মাইতি
কলেজ ক্যান্টিন সিঁড়িপোর্ট ক্লাসরুম
রকে-বকে-রাস্তার মোড়ে
গ্রাম শহর সিনেমাহলে
সহস্র চোখের নজর তোমার দিকে
তোমার কথার ঢেউ ভেসে আসে
দেওয়ালে-দেওয়ালে, কানে-কানে
ঠোঁটে-ঠোঁটে, মুখে-মুখে,অন্তরালে...
শয়নে স্বপনে তারুণ্য হৃদয়ে
সেদিন প্রথম কলেজ চাতালে চলাফেরায়
কথাবার্তায় লাজুক জড়তা মেশানো
ভয়ে ভয়ে সুন্দর মুখটি সম্মুখে এসে বলল
'আমি এবার কি করব বলুন না?
কোথায় এই ছবিটা সেঁটে দেব বলুন না?
একটু এদিকে দেখুন না প্লিজ...!'
চেয়ে দেখি সেইখানেই হারিয়েছে মন
তারপর হ্যাণ্ডসামদের লাইন
যেন পায়ে পায়ে জড়াচ্ছে
কেউ কেউ চোখে, কেউ ঠোঁটে, কেউ কথা বলায়
কেউ চলার দোলায়, কেউ নিষ্পাপ আদলে
ভাস্কর্যে আঁকা জীবন্ত মুখ দেখে
তুমি কখনও পোড়োনি বিষাদে বিষন্নতায় একাকীত্বে
তোমার দুইহাতে উপছে পড়ল প্রেম নিবেদন উপহারে
কতজন আসে যায়, কতজন এল গেল, তুলনা কর
করতেই থাক বাছতে থাক
এত ভিড়ের সাথে হয়তো
সেই মুখটার কথা মনে পড়ে না তোমার...
সে আজও মাঠচেরা পথের মতই
তোমাকে ভেবে ভেবে
চড়া রোদ অনায়াসে পার হয়ে যায়।