এক পাঠক ও আমি
            তপন মাইতি

লাইব্রেরিতে দেখা হল এক পাঠকের সাথে
তালপাতার সেপাই,মগ্ন সে স্থির নিবিষ্ট পাতায়
বললাম, 'এত পড়ে পেটে ভাত হয়? জীবন চলে?'
পরখ করল পা থেকে মাথা পর্যন্ত, হাসল!

বলল, 'এইজন্যে সমাজের এই অবস্থা বুঝলে?
এইজন্যে কেউ ভালো নেই!মন খারাপ! মরীচিকা!
ভার্চুয়াল মানে সবকিছু দেখিয়ে দেওয়া নয়...
পেটের জ্বালা মানে দুনিয়া গিলে খাওয়া নয়...'

বেশি বকলেও বলছে ঠিক কথা; মনে ঠেকছে
যাইহোক এত পড় কেন?বললেন খুঁজছি লেখা
যা লুকোতে বলা হয়েছে পারেনি লেখক...
আমাদের চরম সত্য স্বার্থপর নীল ঘুনপোকা!

বললাম ক্ষমা করুন!আমি ভীষণ অধম অতি
শিখে গেলাম এঁকে দেব সমাজবদ্ধ নতি।