এইখানেতে
         তপন মাইতি

এইখানেতে এসেছিলে কিশোরবেলা আগে
এইখানেতে মন কেড়েছ গোপন অনুরাগে।
হয়েছিল সেই মুহুর্ত চোদ্দ বছর আগে
বুকের মধ্যে ভাললাগা এখনও সে জাগে।
কচিবেলার দৃশ্য যখন মানস পটে আঁকে
বালুতটে ছবির মত নোনা নদীর বাঁকে।
এইখানেতে জোয়ার ওঠে আবার হচ্ছে ভাঁটা
লোডশেডিংএ ভীষণ গরম গোলাপে খুব কাঁটা।
যাওয়া আসা অবান্তর নয় সাধারণ এই ঘটে
ভালবাসা জুড়িয়ে দেয় ভালবাসায় পটে।
এইখানেতে আপন মনে সোঁদা গন্ধ ভাসে
এইখানেতে দেহতত্ত্ব বাউল গান যে আসে।
মন চায় না তার ফিরে যেতে তবু বলে আসি
দুঃখ চেপে কষ্ট ঢেকে ঠোঁটে মধুর হাসি।
তেমনি করেই ভালবাসা তেমনি করেই আসা
বলতে পার মধুর করে বাংলা মাতৃভাষা?
সারা জীবন না বাসলেও নিজের মত বেসো
নিজের হয়ে কাছের মানুষ মুখোমুখি এসো।
এইখানেতে এসেছিল এইখানেতে এল
এইখানেতে দেখেছিল এইখানেতে পেল।