দুষ্ট চাঁদ
তপন মাইতি
রাত এসে বলল এসে
তুমি বড় দুষ্টু সোনা
চাঁদ হেসে বলল কেশে
তোমার শুধুই কাঙালপনা।
জোছনা কেবল গা এলিয়ে
অলস চোখে স্বপ্ন দেখে
চাঁদ যে বড় নিজের পাড়ায়
ঘুরে ঘুরে ছন্দ শেখে।
রাত শেষে বলল দেশে
তুমি বড় মিষ্টি সোনা
চাঁদ এসে বলল শেষে
তুই যে আমার চাঁদের কণা।
জোছনা ভেজা রাতে দেখা
এই যে খোকা রুপোর বাটি
মায়ের গানে ছন্দ শেখা
আদর স্নেহে পরিপাটি।
রাত শেষে প্রথম ভোরে
ভোরে ডাকে মোরগ জোরে
চাঁদ দুষ্টু মগ্ন ঘোরে
মায়ায় বাঁধে আপন ডোরে।