বিষাদময় শরৎ
তপন মাইতি
মেঘে মেঘে ভাদ্র মাস এসময়ে বৃষ্টিতে বৃষ্টিতে ভাসে শারদীয়া।
সম্পর্ক বিচ্ছেদের মত কষ্টের ঘন নিবিড় গোপন অফিসার।
কতদিন নীলাকাশে সাদা পেঁজা তুলো মেঘ,সূর্যে অমলিন হাসি
কাশফুল ভিজে ঘোর নিম্নচাপে,শোক নিয়ে ডাকে ভোরের মোরগ!
ঝরে পরে বিষন্ন শিউলিফুল দূর্বা শিশির ভিজে যায় অতৃপ্ত...
অমাবস্যা রাতের পাঁজর থেকে জোনাকি বলছে 'তবু মানুষকে
ভালবাসবো...ভালোবেসেই যাব...'এই শরতেই তো প্রথম দেখা
হয়েছিল,সেই প্রতিমার মত দুটি স্নিগ্ধ চোখ মুগ্ধ করেছিল
ছাতিম সুবাসে,দুঃখকে হৃদয়ে পুষতে পুষতে ভাসানের সুর
নিস্তেজ হয়ে পড়েছিল,শরৎ কি আর আগের মত শস্য শ্যামলা?
কারোর মনে মনে সেরকমই এমন উৎসব মুখর?মধুর-
হাসি হেসে ওঠে কি কিশোরী ধান?আর প্রথম শিষের আবেদন?
খঞ্জন পাখি কি গান গেয়ে যায় একতারার সুরে প্রেমের মত?
ভিজে যাওয়া বাগানের ওপর ফর্সা জ্যোৎস্না যখন বাড়িয়ে দেয়
হাত,শরৎ হয় দীপাবলি রাত...