বিমূর্ত বসন্তকাল
তপন মাইতি
মনে হয় বাইরে আর বের হব না
জানলা দরজা সব বন্ধ কর
যেন একটুও আলো না আসে ঘরে
কেন জানো?
এখন ঘোর বসন্তকাল!
এখন বের হলেই চোখে পড়ে আলো
মনে ফোটে আশাফুল
বুনে থাকে স্বপন।
বাইরে আর বের হব না
কেন জানো?
এখন যে অসহ্য বসন্তকাল।
পথে দাঁড়ালেই চোখে পড়ে
সুরচিত মার্জিত রুচিশীল বস্ত্র পরিহিতা
কত শত সুশ্রী মনোহরা
মনোলোভা রমণীদের দেখে
মত্ত মাতালের মত ছুটে যেতে
ইচ্ছে করে বাসনা জানে
প্রেমে পড়ি ভালবেসে ফেলি
চোখে চোখ দিয়ে
চোখ থেকে গভীর অন্তর ছুঁয়ে আসি
হঠাৎ পেছন থেকে খাঁমচে ধরে টানে
সেই কথাটি 'দ্যাখ বাবা তোকে অনেক, অনেক
বড় হতে হবে;তুই যে আমাদের স্বপ্ন জমিন সোনার ফসল
তুই আমাদের উনো জমির দুনো ফসল
তুই যে সাত সম্মুদ্দুর বোঝাই করা
মণি মাণিক্যের জাহাজ...'
মনে হয় বাইরে আর বের হব না
এখন যে বিমূর্ত বসন্তকাল!
কত প্রিয়তমা, হাতছানি দিতে দিতে গেছে চলে
নিরাপদ ঠিকানায়।