অত্যাধুনিক পথে
               তপন মাইতি

কত কি যে দেখছি
শুনছি!বুঝছি!
আবার দেখেও
দেখছি না।
যা করা উচিত নয়
তা করছি।
তবে কি পাচ্ছি?
সমাজকে হাসাচ্ছি।
জন জোয়ারে ঢিল মেরে মেরে
আনন্দ-উচ্ছ্বাস-আরারামের
ভোগ গেলাস ধরে
আদিম বর্বরতায় মেতে চলেছি!
ওরা যে আজ ঘুমোচ্ছে
চোখ-কান মেলে।
দেখাচ্ছে নতুন নতুন
রঙিন স্বপ্ন
ওরাই শুধু
দেখতে আর দেখাতে জানে।
সারি সারি বিলাসের পেয়ালা
হাতে দাঁড়িয়ে-
নেশাগ্রস্থ-আবেগী লোভী সমাজের
হারাম ভ্রমরগুলি দেখাচ্ছে যে-
আমরাই শুধু যৌবন সাগরে
সাঁতার কাটতে পারি।
ওদের রমণীদের কাছে
পরাস্ত স্বর্গের নর্তকী-রম্ভা-উর্ব্বসী।
ওদের চাল-চলন-আদপ-কায়দা
কথার রঙ-ঢঙে জাহির করে যে
হুঁ!আমরা পৃথিবীর আধুনিকের
প্রথম সভ্য।