বাংলা আমার
          তপন মাইতি

ফুসফুসে যে প্রাণটা ভরি মিষ্টি মধু ভরা
জীবন জীবিকায় কাজ করি বাংলা কথায় ছড়া।
গদ্য বাংলায় যদি দেখো লেখক বিদ্যাসাগর
বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান সত্যেন বসুর আগর।

বাঙালির যে জাগরণে রবীন্দ্রনাথ গুরু
বাঙালির সুচেতনায় যে প্রথম নজরুল শুরু।
বাংলা ভাষার জন্যে প্রথম রক্ত ঢেলে স্বাধীন
মাতৃভাষা বাংলা অমর একুশে আলাদিন।

বাংলা আমার পদ্মা গঙ্গা কাঁটাতার মানে চাঁদ?
দোয়েল কোয়েল শিমুল পলাশ সুরেলায় কাটে রাত।
'ব' বর্ণ বললে গর্ব হয় মাতৃভাষা বাংলা
বলছ বল গর্ব করে বলতে পার হাংলা।

বাংলা ভাষা জীবন সুধা আমার প্রথম বুলি
ঘাম ঝরিয়ে ভাটিয়ালি মাঝি বাউল কুলি।
বাংলা আমার মধুর ভাষা জনম ভালবাসি
বাংলায় যে জীবনানন্দ ঘুরে ফিরেই আসি।