অমাবস্যা
তপন মাইতি
একটা ঝড় গিলে ফেলল পুরো হাওয়ার
জাঁকজমক শহর
একটা মেঘ খেয়ে ফেলল পুরো পরিষ্কার
ঝকঝকে নীলাকাশ
একটা ঢেউ ভেঙে ফেলল শক্ত সামর্থ্যের
গ্রাম রক্ষাকারী বাঁধ
একটা লোক ভেঙে ফেলল সব বিপত্তির
বদ্ধ শিক্ষার প্রাচীর
অথচ আমাকে কেউ...
এক পশলা বৃষ্টি ভাসিয়ে দিল মাঙ্গলিক
শস্য শ্যামলীয়া গ্রাম
এক পরকীয়া ভেঙে দিল বিশ্বাস ভরসা
গড়া সোনার সংসার
এক পরগাছা জড়িয়ে দিল সমস্ত ঝোঁপ
মহীরুহ বটবৃক্ষ
এক ভালবাসা এনে দিল তার একান্তের
নিজ মনের মানুষ
অথচ আমাকে কেউ...
পূর্ণিমার জ্যোৎস্নায় ভিজেও ভিজাতে পারোনি
পবিত্র প্রেম পেয়েও প্রেমিক হতে পারোনি!