এই ছবিটাকে রেখে দাও
তপন মাইতি
এই ছবিটাকে হারিয়ে যেতে দিও না,রেখে দাও
এরমধ্যে নিজস্বী অতীত বর্তমান ভবিষ্যৎ খুঁজে পাই,রেখে দাও
যদিও এখন কারোর সময় নেই, রেখে দাও
সামনে বসন্ত এলে নিজের শিরদাঁড়া সোজা করবার কোন সুযোগ থাকবে না, রেখে দাও।
ডিসেম্বর এলে মেধাবী সার্টিফিকেটগুলো জলে ফেলে দেওয়ার সমান হবে, রেখে দাও
স্কুলের এক শিক্ষক বলেছিলেন 'তোর দৌড় কতদূর আমার জানা আছে, রেখে দাও
শারদীয়া উপলক্ষ্যে ছুটি পাওয়ার আনন্দে কলেজ জুটির কলকাকলি,রেখে দাও
শিক্ষিত বেকার যুবকের আরও একটি টিউশন বেড়ে গেল,হাতে সময় নেই,রেখে দাও।
নিরক্ষর লোকটা সমাজে থাকতে থাকতে শিক্ষিত সামাজিক হয়ে পড়ছে, রেখে দাও
সংসারের প্রিয় মানুষের জন্য লোকটা ওভার ডিউটির পর ডিউটি করে যাচ্ছে, রেখে দাও
একটি সরকারি চাকরির জন্য সব জলাঞ্জলী দিতে বসেছে নিম্নমধ্যবিত্ত ছেলেটা,রেখে দাও
ভালবাসা যে একপ্রকার নির্মম শাস্তি মেনে নেওয়া ছবিটাকে দেখে শেখো, রেখে দাও।
ভিড় বাসের কনট্রাকটর হাঁকছে, 'সিট খালি সিট খালি...',রেখে দাও
শাসক গোষ্ঠী স্বৈরাচারী দুর্নীতিগ্রস্থ জেনেও সংখ্যা গরিষ্ঠে বিজয়ী,রেখে দাও
বিবেক ভাবছে এক কাজের কাজ হচ্ছে আরেক, রেখে দাও
তবু সহানুভূতিশীল ভাবে বসবাস করে বসে আছি, রেখে দাও।
এইসব স্মৃতিকে অন্ধকারে ফেলে দিও না,রেখে দাও
এই ছবিটা হারিয়ে গেলে অন্ধকারে একযুগ, রেখে দাও
কঠিন কঠোর বাস্তবের মুখে ভালবাসা আগলে রেখো, রেখে দাও
এই ছবিটা তিনযুগের জীবন্ত নিদর্শন, রেখে দাও।