আগুন
    তপন মাইতি

ভয়াবহ আগ্রাসনে শিকার হচ্ছে সমাজ
দিনের পর দিন; না! এর একটা বিহিত হওয়া দরকার
চুপ করে থাকলে মানবতা খুন হয়ে যাবে।
বিবেক তো আর বাজারের আলু পটল তেল ঝাল নয়...
মূল্যবোধ মর্যাদা সে একটা আলাদা জিনিস।
দেখি চেতনা বিকাশের দরজায় ঝুলছে তালা।
দিনের পর দিন সবকিছু হচ্ছে আত্মকেন্দ্রিক গাছ
তার শেকড় বাকড় ছড়িয়ে পড়ছে পৃথিবীময়।
খারাপ থাকা মানুষের উঠোনে চলছে ডি. জে
মায়ের ভাসানে চলছে উৎশৃঙ্খল মাতাল নৃত্য।

পাথরে পাথরে ঘষা লেগে জ্বলেছিল
যেমন মানুষের প্রথম আবিষ্কার আগুন জ্বলা
তেমন করে জ্বলে উঠুক এক বিপ্লব আন্দোলন
এক অত্যাধুনিক আগুন মনুষ্যত্বের বিস্ফোরণ।