পাতা ঝরা শুকনো ডালে যে পাখিটি বসেছিল
তার ভাষা ওই গাছটি বুঝেছিল।
কত দূর-দূরন্তের খবর,
আশা ভালোবাসার কাহিনী শোনাত পাখিটি-
শুকনো ডালে বসে।
ওদের বাসা ছিল না, ভালোবাসা ছিল অফুরান।
কাঠুরিয়ার সেটা সহ্য হল না-
ওই ডালটাই তার চাই!
পাখিদের আবেদন-নিবেদন গাছেদের যন্ত্রণা
কাঠুরিয়ার আগ্রাসন...
এখন,
শুকনো ডালের কাটা জায়গায় গর্ত হয়েছে,
গাছের দেহে-
পাখিটা এখন গাছের দেহের ভীতর-
ভালোবাসা পেয়েছে।
তাদের এখন একটাই দুশ্চিন্তা-
কাঠুরিয়ার লোলুপ দৃষ্টি
আবার পড়বে না তো?