ভালো থেকো বন্ধু
যেখানেই থাকো
চারিদিকে যেন শান্তি বিরাজ করে।
তোমার পদচারণায় মুখরিত হয়েছিল
বনগাঁর অলিগলি
তোমার মুখ নিসৃতবাণীতে আলোড়িত হয়েছিল
বনগাঁ বাসীর প্রাণ
আজ বারবার যখন কেঁদে ওঠে আবাল বৃদ্ধ বনিতা ডুকরে কেঁদে ওঠে যখন শিশুটি
তোমাকে তখন খুব মনে পড়ে
তখন তোমার প্রয়োজন অনুভব করে
তুমি তো তাদের প্রাণ
তুমি তো তাদের জীবন
হে বন্ধু
যদি জন্মান্তর থাকে
তবে তুমি আবার ফিরে এসো ফিরে এসো
সেই নম্র ভদ্র বিনয়ী হয়ে
আবার ফিরে এসে হাল ধরবে
ডুবে যাচ্ছে তোমার সাধের তরণী
তোমার সজানো বাগান
আজ মালিহীন...
তোমার দেখানো পথে
ভ্রান্ত পথিক
তুমি তার দৃষ্টি দাও
তোমার দৃষ্টিতে জ্বলে উঠুক হাজার মশাল
ফিরে এসো হে বন্ধু
আমরা
তোমার প্রতীক্ষায়...