কতক্ষন কাঁদলে চোখের জল ফুরায়?
কত ভালোবাসলে হৃদয়ের তৃষ্ণা মেটে?
এখনো জানিনা প্রেমের নিশানা।
আমি ধূর্ত হতে পারিনি।
পারিনি কলঙ্কের ভয় জয় করতে,
তাই কাঁদতে বসেছি বিরহের যন্ত্রণায়।

কতবার মুছে গেছে তোমার মুখচ্ছবি,
আমার স্বপ্নের ক্যানভাসে।
রামধনু তুলি ধুয়ে গেছে
আমার অঝোর অশ্রুধারায়।
বার বার এঁকেছি তোমার অবয়ব,
কিন্তু আঁকতে পারিনি বক্ষ মাঝে
তোমার নিষ্প্রাণ হৃদপিণ্ড!
যতবার চেষ্টা করেছি,
ফুরিয়েছে তুলির রক্ত ততবার।
তোমার হৃদয়ের চাহিদা মেটাতে
আমার তুলি ব্যর্থ হয়েছে বারংবার।
তোমার তৃষ্ণা,আমার অশ্রু
অফুরন্ত-সীমাহীন।

রচনাকালঃ ০৮/১২/২০১৫