কেটে এই গাছ-গাছালি পাখ-পাখলি কোথায় যাবে
(ও বন্ধু আমার)
না পেয়ে গাছের ছায়া সব কি মায়া সভ্যতার এই মননতরে

বুঝি গো সে দিন এলো বুঝি গো দিন রাত ফুরালো
গাছেদের এমন ব্যথা মানুষ কি তা
বুঝবে না গো এই শহরে

বিকাশের যত ধারা মানুষের যত তাড়া
গাছেরা মুখ বুজে সয় পথের ধারে
কুঠারী দেখতে পেলে সকল ফেলে
কাটতে আসো সেই গাছেরে

সারাদিন অক্সিজেনে আমৃত্যু নিচ্ছে মেনে
মেরেছো শত পেরেক বিজ্ঞাপনের ঠারে ঠারে
বুঝি বা ওই গাছেরা মরলে মোরা
কোথায়  যাবো বাঁচার তরে


রচনাকালঃ ০৯/০৪/২০১৭

বিঃদ্রঃ = কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর গানের অনুকরনে