তপন তাপে দহন দাহে
মম হৃদয় খানি
বৃক্ষ ছায়ে ক্লান্ত দেহ
চাহে শীতল পানি।
কে গো তুমি দাঁড়িয়ে আছো
মম আখির প'রে
বাঁচাও মোরে নীরদ সখা
লহ মনন ডোরে।
হৃদয় মোর তৃষিত আজি
মুদিত অক্ষি যুগল
দখিনা বাতাস চুম্বনিয়া
করিল বিহ্বল।
এসো ওগো রমণীয়া
বক্ষ শীতল কর
কমল হস্তে ললাট খানি
পরশ দিয়া ধর।
জীবন বারি শান্ত পরশ
পূনর্জন্ম দেয়
শীতলকারক সখার পরশ
সুজন প্রেমিক পায়।
রচনাকালঃ ০৯/০৪/২০১৬