কি লিখবো কি লিখবো
ভাবতে বসি যেই,
অমার সোনার অহ্লাদে
হারিয়ে ফেলি খেই।
এটা বলে সেটা বলে
প্রশ্ন আরো করে,
মা কেন লেখে না
থাকে রান্না ঘরে?
ঠাম্মি দাদু দুধ খায়না
আমি কেন খাব?
দুপুরে তো ঘুমায়না কেউ
আমি কেন শো'ব?
এমন তরো হাজার প্রশ্ন
আমার উত্তর নাই,
কবি বন্ধুর কাছে আমি
জেনে নিতে চাই।