চাঁদহীন শৈশব
কিভাবে যেন কেটে গেল,
দড়ির মতো টানটান যোধন
সুতীক্ষন দৃষ্টি এড়ায়না কিছুই
শুধু কমা আর সেমিকোলন,
জিজ্ঞাসা ছিল শৈশবে
এখন আর নেই।
এখন তো জ্ঞান দেবার পালা,
দাড়ি গুলো জমিয়ে রেখেছি
বার্ধক্যের খাতায়।


রচনাকালঃ ২০/০৩/২০১৫