এ আমার প্রথম চিঠি
জানিনা কি ভাবে লিখতে হয়,
মনের জানালায় উঁকি-ঝুকি
হৃদয় কবিতাময়,
কাঁপা কাঁপা হাত, দুরু দুরু বুক
প্রত্যাখ্যানের ভীষণ ভয়।
জানিনা কোন চটুলতা
আষ্টাদশির ছলনা,
ভালো লাগা ভালো ভাষা
ভালো ছবি হল না।
ছবি তো ছবিই থাকে
পত্রের নেই তুলনা।
এ চিঠির প্রতি লাইনে
দূরন্ত উচ্ছ্বাস,
প্রতিটি অক্ষর জানাবে
আমার শ্বাস-প্রশ্বাস
প্রথম দর্শনে তোমার চোখে
দেখেছি আমার সর্বনাশ।
এ পত্র ছিঁড়ে ফেলো
কিম্বা উলটে যেও পাতা
আমি লিখবো, আরো লিখবো,
ভতি করবো খাতা
আমার স্বাধীনতা আমি লিখবো
মাথায় আসবে যা-তা।