স্বপ্ন চুরি হচ্ছে,
দিনরাত চুরি হচ্ছে
শিশুর স্বপ্ন।
চুরি হয়ে যাচ্ছে কৈশরের
চঞ্চলতা-উচ্ছ্বলতা।

মোমবাতির শিখার মতো
দোদুল্যমান যৌবনের স্বপ্ন।
চুরি হয়ে যাচ্ছে সব।

চুরি করছে সমাজের স্বপ্নদাতা
ভাগ্যবিধাতা-মসনদের অধিষ্ঠাত্রি!
ভাগ্য-নিয়ন্ত্রক!
তাদের ইচ্ছে উড়ে বেড়ায়
আকাশে বাতাসে।

চূর্ণ-বিচূর্ণ হচ্ছে
আগামীর মানব সম্পদ
অঙ্গুলি হেলোনে।