আমার মাথায় আগুন জ্বলে
মেরুদণ্ড বাঁকা
পেটটি আমার অনেক বড়ো
নামটি আমার হুঁকা।
মাথার উপর চাপিয়ে মুকুট
তোমরা আগুন জ্বালো
ফর্সা তো নই রংটি বরং
এক্কে বারেই কালো।
আঁকা বাঁকা শরীর আমার
পেটের ভীতর জল
তামাক পোড়া ছাইটি দেখে
তোমরা ভাবো মল।
নলটি মুখে নিয়ে তোমরা
সুখটান মারো
পেটের ভিতর ঘরঘর
তোমরা শুনতে পারো।
আমরা আগে ছিলাম অনেক
পরিবার পিছু
এখন আর নেই তেমন
গ্রামে গঞ্জে কিছু।
আমরা এখন সংখ্যালঘু
আমরা ম্রিয়মান
মিউজিয়ামে হবে এবার
আমাদের স্থান।
রচনাকালঃ ২১/১১/২০১২