কে যেন সর্বদাই তাড়া করে বেড়াচ্ছে আমাকে।
ভোরের সূর্যের সাথে আমার অনন্ত পথ চলা,
হারানোর ভয় তীব্র আশঙ্খা, নিষ্পেশিত করে
আমার দৃষ্টি উন্মুক্ত অথচ মন কেন্দ্র বিন্দুগামী
                                      একটাই ভয়-
হারানোর।



কখনো কখনো নিজেকেই চিনতে পারি না
চমকে উঠি আয়নাতে নিজের মুখটি দেখে
আলাদা মনে হয়, ভিন গ্রহের কোন মানুষ,
ধরে রাখতে পারিনা অশান্ত চঞ্চল হৃদয়কে
                               বর্ধিত গতিবেগ-
বাক মানেনা।



মাঝে মাঝে থেমে যেতে ইচ্ছে করে চিরতরে
বিষাদের গান গেয়ে কি বশ করা যায় নিজেকে?
পরাশ্রয়ী হয়ে পথ চলার ক্লান্তি, নিস্তেজ করে
চাওয়া আর না পাওয়ার হতাশা,জড়িয়ে ধরে
                                    আপাদমস্তক-
সর্ণলতার মতো ।



রচনাকালঃ ২৪/০৫/২০১৬