শয়নে স্বপনে সঁপেছি তোমায়
ওগো অভিমানি
বদন ফিরায়ে থাকিওনা প্রভু
লহ দেহখানি।
যতনে রাখিও লোমশ হরষে
প্রেমময় সুখে
নিদ্রিত নিশিথে জোছনা বুকে
মরণ সম্মুখে।
তোমারি ছোঁয়াতে হৃদয় হারায়ে
ডুবিবো সাগরে
অতল সাগরে খুঁজিবে আমারে
পাঁজরে পাঁজরে।
সজনে যতনে আগায়ে আমারে
রাখিয়াছো তুমি
তোমারি প্রাসাদে দিন অবসাদে
সে যে মরণভূমি।
রচনাকালঃ ৩০/১০/২০১৫