একান্ত নিরালয়ে বসে আছি
চা বাগিচায়,
নিঝুম নিস্তব্ধ দুপুরে
চা-এর পাতা তোলার
কেউ নাই।
চা গাছগুলি যেন বলে ওঠে
এসো হে যুবক
আলিঙ্গন করো
ধন্য হই তোমার পরশে।
এক মুঠো বাতাস যেন
কানে কানে বলে যায়
কে যেন আসছে, সাবধান !
কয়েক পশলা বৃষ্টি
ভিজিয়ে গেল সব ভালবাসা।
হেসে ওঠে সূর্য
বলে, অচেনা যাত্রী...যাত্রী...
তুমি বেমানান এ প্রেমে।
বসে থাকি তপ্ত বক্ষে
দিতে চাই...চাই...
নেবার কেউ নেই।
মুদিত নয়নে বসে থাকি
শুধু এক পরশের লালসায়।