আমার সোনা দুষ্টু মনা
ঘুম পড়েনা মোটে
ঠাম্মির কোলে দুষ্টু দোলে
চুমু খেয়ে ঠোঁটে।
আয় আয় চাঁদ মামা
টী দিয়ে যা
তবুও সোনা একেবারে
ঘুমিয়ে পড়ে না।
সোনা ঘুমাবে পাড়া জুড়াবে
বর্গী আসবে দেশে।
এই না শুনে দুষ্ট সোনা
উঠলো এবার হেসে।
জানতে চায় সোনা এবার
থামিয়ে তার হাসি,
চাঁদ যদি মামা হয়
সূর্য কী তবে মাসি?
সবাই ঘুমালে তবেই কেন
বর্গী আসে দেশে?
উত্তর না দিতে পেরে
ঠাম্মি শুধুই হাসে।
রচনাকালঃ ২৯/০৭/২০১৩