কবিতা পটভূমিঃ=
ছাত্রাবস্থায় আমি খুব রেডিও শুনতাম। সেই সময় আকাশবানীতে গল্পদাদুর আসর নামে একটি অনুষ্ঠান হতো।
আমি তার নিয়মিত শ্রোতা ছিলাম। সঞ্চালক ‘শৃগাল ও আঙুর’ গল্পটি বলেছিলান। অনুষ্ঠান শেষে তিনি বলেন যে, এই গল্পটি কবিতা আকারে লিখে পাঠাতে। আমি পাঠিয়েছিলাম এবং ঐ আসরে আমার এই কবিতাটি পাঠ করা হয় পরের অনুষ্ঠানে। আনন্দে ঐ রাত্রে ঘুমোতে পারিনি। সেই কবিতাটি আজ আসরে প্রকাশ করলাম।
****************************************
শৃগাল ও আঙুর
এক যে ছিল চালাক শৃগাল
বেড়ায় হেলে দুলে,
সারাটা দিন ঘুরিয়া বেড়ায়
শিকার নাহি মেলে।
ফিকির ফন্দি চালাক চতুর
ওস্তাদ সব দিকে,
দু’দিন ধরে উপোসে তাহার
মুখটা হইলো ফিকে।
দু’দিন পরে সকাল বেলায়
আঙুর বনে আসে,
আঙুর দেখে শৃগাল বাবুর
মুখটি জলে ভাসে।
লাফিয়ে বন্ধু দেখেন ক’বার
গেল না তাহা পাড়া,
শেষের দিকে মনের দুঃখে
কানটি হইলো খাড়া।
আবার চেয়ে দেখেন, আঙুর
করিছে লকলক,
পাড়িতে ব্যর্থ শৃগাল বলেন
আঙুর অতি টক।
রচনাকালঃ ২৭/০৭/১৯৯৮