কয়েকটি শুঁয়োপোকা ধরেছি
বন্দি করে রেখেছি তাদের,
প্রজাপতির রং দেখার আশায়।
কোন প্রতীক, কোন রূপক
কোনও কল্পনা নয়,
বাস্তব শুঁয়োপোকা
এনে রামধনু, রং বেরং এর
চঞ্চল মনমাতানো প্রজাপতি।

ছোট বেলায় অনেক পড়েছি
আজ দেখবো বাস্তবে-
রক্ষা নেই তোমার শুঁয়ো
বোতল বন্দি তুমি।
তোমাকে প্রজাপতি হতেই হবে।
শুঁয়োপোকা নাকি প্রজাপতি হয়!



রচনাকালঃ ২৪/০১/২০১৫