পৃথিবীজোড়া বর্জ্য -
জমতে জমতে একটা আস্ত হিমালয়
ভয়ংকর ক্ষতিকারক রেচন
অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতি করার আগেই
ত্যাগ করতে হয়
তৃনদল থেকে বনস্পতি কেউ ব্যতিক্রমী নয়
কিন্তু আমরা!
সর্বোৎকৃষ্ট মানুষেরা!
অনমনীয় উত্তাপ আর প্রেমহীন আকাঙ্ক্ষা
একটা হিমালয় গেঁথে দেয় হৃদয়ের ব্যবধান
অন্যের সম্মানের ফুলগুলি ছুড়ে ফেলে
স্বার্থান্ধ অঞ্জলি।
এ বড় বিষম সুনামি
কম্পনের এপিসেন্টার বক্ষদেশ
যার ব্যাপকতা সংসার থেকে ছড়াতে ছড়াতে
পাড়া-গ্রাম-শহর-দেশ
সমগ্র বিশ্ব
আবার সুনামি আসবেই, আসতেই হবে
ধুয়ে মুছে সাফ করে দেবে মানুষের অসহিষ্ণুতা
একাকার করে দেবে আসমুদ্রহিমাচল
সৃষ্টির আদি অন্ত সব বিয়োগান্ত নিশানা
পুনরারম্ভ।
অসহিষ্ণুতার গল্পের ইতিকথা
সব ইতিহাস।
রচনাকালঃ ১৬/১১/২০১৭