সেদিন ভোরে হঠাৎ করে হন্যে হয়ে খুঁজি
এঘর ওঘর করে তোলপাড় হারিয়ে গেল বুঝি
খাটের তলা বিছানা ছালা ওলোটপালট করে
কোথায় গেল সব হারাল কালও ছিল ঘরে
ঘরেতে নয় বেশ মনে হয় ছিল আমার সাথে
ডাকাত পড়ে সাবাড় করে নিল যে কাল রাতে
আরে না ভাই সোনা দানা নয় আরো বেশি রত্ন
পৈত্রিক দান করি সম্মান করতাম খুব যত্ন
এ কী অকাজ হারালাম আজ করব কি ডাইরি?
কেউ তো বলো কান্না পেলো কষ্টটা খুব মাইরি
এর চেয়ে যদি ক্ষমতার গদি কেড়ে নিত কেউ
তবু মানা যেত শান্তনা পেত মেনে নিতাম সেও
কিন্তু হায়! কী করি ভাই সবটাই গেল চুরি
ঘরেতেই চোর করিল মোর অভিযোগ ভুরি ভুরি
বলি কি  করে লজ্জায় মরে জীবন লণ্ড ভণ্ড
আজ রাতে শেষে এক নিমেষে হারালাম মেরুদণ্ড



রচনাকালঃ ০৭/০৫/২০১৭