কেমন আছো তুমি?

আমরা খুব একটা ভালো নেই,
তোমার নোবেল চুরির পর থেকে,
আমাদের উপর অনেক রাগ তোমার,
                                  তাই না?
               হবারই কথা।
তবে আমরা কিন্তু
                     অনেক চেষ্টা করেছিলাম।
আচ্ছা,
        এই যে তোমাকে মুক্ত করে দিলাম,
বিশ্বভারতীর গন্ডির বাইরে
কেমন লাগছে তোমার?
খুব একটা স্বস্তিতে তুমি নও,না?
চারিদিকে তোমার পোস্টমর্টেম!
               এ কী ভালো লাগে?

সেই ছোট বেলায় তোমাকে চিনেছি
যখন সবে  অ আ ক খ
তখন থেকেই তোমাকে পড়ছি-
                                      আজও

কী লেখনী তোমার!
আবালবৃদ্ধবনিতার জন্য
দিয়েছো উজাড় করে।
                           আর আমরা!
বিশ্ববাসীর স্বীকৃত নোবেল
তাও রাখতে পারলাম না।
         এ কী কম লজ্জার!

জানি, অভিমান হলেও
ক্ষমা করবে তুমি-
তুমি যে গুরুদেব
                    তুমি যে ঠাকুর।
আমাদের প্রাণের রবি ঠাকুর।
ভালো থেকো কবি।


রচনাকালঃ ০৬/০৫/২০১৬