বাদল দিনের পাগলা হাওয়ায় ফাঁকা পথে আমি,
ছাতা মাথায় সিক্ত বসন আসতেছিলে তুমি।
তোমার চোখে আস্থা দেখে বাড়িয়েছিলাম হাত,
বাড়িয়ে ছাতা ঢুকিয়ে মাথা করলে আঁখিপাত।
পাগলা হাওয়ার দুষ্টুমিতে উড়ে গেল ছাতা,
ঝরণা ধারার বাদল বারি ভিজিয়ে দিল মাথা।
প্রথম কথা তোমার মুখে কোথাও চলো যাই,
দাঁড়িয়ে দু’জন বেশ কিছুক্ষন যদি কোথাও পাই.
একটু দূরেই দেখেছিলাম পোড়ো মন্দিরখানা,
সেই খানেতেই ঘণ্টা কয়েক কাটিয়েছিলাম টানা।
কথার ফাঁকে জানিয়েছিলে তোমার পরিচয়,
তখন আমি বুঝিনি গো প্রেম কেমনে হয়।
দু’জনেরই নয়ন তখন খুঁজে ফেরে ঘর,
ফাঁকা পথের বৃষ্টি ধারায় কাটল দু’এক প্রহর।
বাদল দিনের সেই আলাপে হৃদয় নিলে তুমি,
পঁচিশ বছর পরে এখন দেবতা হীন জমি।




রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
১৯/০৬/২০১৭




বিঃদ্রঃ  ঋতুযান পত্রিকায় প্রকাশিত