মনে পড়ে তোমার পালক সাদা ফ্রক
এলো মেলো কেশ
জড়ো সড়ো বেশ
তোমার চাহনী গল্প শোনার সখ।
মনে পড়ে তোমার শেষ অভিমান
আমার বিছানা পাতা
সাজানো বই খাতা
ছুড়ে ফেলেছিলে আমার ক্ষুদ্র দান।
আমি অপলক চেয়েছিলাম তোমার পানে
চেনা মুখ হারিয়ে
আমার ছায়া মাড়িয়ে
উদভ্রান্তের ন্যায় ছুটেছিলে কোন আসমানে।
জলভরা নয়ন তোমার, আজও মনে পড়ে
হস্ত দুটি গলে
শব্দহীন মলে
কেটেছিল কত প্রহর তাও মনে পড়ে।
তুমি নয়ন ভরে চাইতে আমার
ললাট চিবুক পর
উদার শান্ত ঘর
মনে পড়ে কি সে সব আজ তোমার ?
নীলে নীলাকাশ হয়ে এসেছিলে একদিন
ভেবেছিলে চমক
খেয়েছিলে ধমক
আমার কাছে, খুব কেঁদেছিলে সেদিন।
রচনাকালঃ ০৪/০২/২০০৭