পৃথিবী ঘুরছে, লাট্টুর মতো ঘুরছে
তার বিরাম নেই, বিশ্রাম নেই,
অনন্তকাল ধরে ঘুরে চলেছে
আমাদের পৃথিবী।
পৃথিবী চলছে, ঘুরছে,
ছুটছে দূরন্ত গতিতে-
তার গতি প্রবহমান, নির্দিষ্ট তার
চলার সময়।
অথচ তার বুকের লালিত সন্তান,
আমরা?
আমরা ঘুরহি-চলছি-ছুটছি স্বার্থের তরে।
আমাদের চলার পথ পৃথিবীর মতো নয়!
আমরা চলি নিজের গন্ডির মধ্যে।
পৃথিবী চলে তার সংসার পরিজনকে সঙ্গে করে।
একে অন্যের পথকে রূদ্ধ করে না।
কিন্তু আমরা?
আমরা নাকি পৃথিবীর শ্রেষ্ট জীব!