প্রেমের কবিতারা কাঁদছে
বুকফাটা কান্নায় ভাসছে পাণ্ডুলিপি।
তাদের শুকনো পানসে মুখ
অশ্রুহীন, নিদ্রাহীন  চোখ
খুঁজে বেড়াচ্ছে ভালোবাসার রং
আর তাই দেখে অট্টহাসি
ফেসবুকের দেওয়াল।
মাথা উঁচু করে দাপিয়ে বেড়াচ্ছে
নির্দয়, হৃদয়হীন, অপ্রেমিক টাইম লাইন।
দুঃসহ যন্ত্রণায়য় কাতরাচ্ছে
প্রেমিক,প্রেমের কবিতারা।


রচনাকালঃ ০৭/০৪/২০১৬