আমি লিখছি প্রেম কথা
তুমি ভাবছো কবিতা
আমার তুলি বলছে কিছু
তুমি ভাবছো ছবি তা।
দুঃখ দিয়ে হাসছো তুমি
ভাবছো বুঝি পাগল
আমার কলম আঁকছে যেন
বলছে ব্যথা সকল।
আমার মুখের দাড়ি দেখে
ভাবছো তুমি ফ্যাশান
বন্ধুরা সব যাচ্ছে ভুলে
এটা প্রেমের ক্যাপশান।
আমার বেশ-ভূষা দেখে
ভাবছো আমি কবি
রং তুলিতে আঁকবো তোমায়
এটাই আমার হবি।
তোমার নামে ধরবো তুলি
সাধের ইমারতে
তোমার আবেশ সংগে নিয়ে
থাকবো দিনে রাতে।
আমার আঙুল তোমাকে চাই
তোমার কোমল স্পর্শ
আমার হৃদয় তোমার প্রেমে
বিভোর শত বর্ষ।
রচনাকালঃ ০১/০৫/২০১৬