প্রতিটি প্রেমের পরিণতি সুখকর নয়
যে প্রেমে ভিলেন নেই,
যে প্রেম কণ্টকাকীর্ণ নয়
তা কি কখন সহৃদগ্রাহী হয়!

যুগে যুগে কত প্রেম অঙ্কিত
স্বর্ণাক্ষর রচিত ইতিহাস
প্রেমের বলী প্রেম-
মানবতা সরেছে কখনো-সখনো
মৃত্যুও হয়েছে প্রেমীর
তবুও হারেনি হৃদয়-
হারেনি প্রেম


সত্য-ত্রেতা-দাপর
কলিও স্বাক্ষী রেখে চলেছে অনন্ত


রচনাকালঃ১৯/০৪/২০১৬